কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : মামলা নিষ্পত্তির পরও মামলা সংক্রান্ত জটিলতা দেখিয়ে কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা ১৪ বছর ধরে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। সারাদেশে ইউপি নির্বাচনের হাওয়া বইলেও মামলার অজুহাতে রাইখালী ইউপি নির্বাচন স্থগিত রয়েছে। এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বে রাইখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিপুলসংখ্যক জনগণের উপস্থিতিতে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, রাইখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে ৮নং ওয়ার্ডে প্রায় ২৫০ জন ভোটার বদলি (স্থানান্তর) হওয়ার বিষয়কে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডের মেম্বার সাইলা মং মারমা বাদী হয়ে ৩০ অক্টোবর ২০১১ সালে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। যার রিট পিটিশন নং-২০৬৩/১১। প্রকৃতপক্ষে ৭নং ওয়ার্ড থেকে মাত্র ১১ জন ভোটার ৮নং ওয়ার্ডে স্থানান্তরিত হয়। পরবর্তীতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম সাইদুল হকের যৌথ বেঞ্চ গত ৩০ অক্টোবর ২০১৩ সালে রিট পিটিশনটি খারিজ করে দেন। রিট খারিজের রায়ের কপি ইসি, রাঙ্গামাটি জেলা নির্বাচন কমিশন, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা, চেয়ারম্যান রাইখালী ইউনিয়ন পরিষদ এবং বাদী একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্যের কাছে পাঠানো হয়। কিন্তু রাইখালী ইউনিয়নের নির্বাচন আজো স্থগিত থাকায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন রাইখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা মোঃ জুয়েল, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ কার্বারী, ইউনিয়ন আ’লীগ সভাপতি মংক্য মারমা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন