বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৮ জুলাই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন হবে আগামী ২ সেপ্টেম্বর, শুক্রবার, জাতীয় প্রেস ক্লাবে। তফসিলের বিবরণ থেকে জানা যায়, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ আগস্ট। আপত্তি দাখিল ৫ আগস্ট। আপত্তি শুনানি ৬ আগস্ট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৮ আগস্ট। প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবে ১০ থেকে ১২ আগস্ট। মনোনয়ন পত্র জমা দানের শেষ সময় ১৪ আগস্ট রাত ৮টা। মনোনয়ন পত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৬ আগস্ট। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ আগস্ট রাত ৮ টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৮ আগস্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন