রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন দুই সিনেমায় ওমরসানী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কিছুদিন আগে ‘মধুর ক্যান্টিন’ নামের একটি সিনেমায় ‘মধু দা’র চরিত্রে অভিনয়েল জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ওমরসানী। গতকাল আরো একটি নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। বুলবুল জিলানীর ‘রৌদ্র ছায়া’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এই সিনেমায় তিনি ওমরসানী হয়েই দর্শকের সামনে উপস্থিত হবেন। বুলবুল জিলানী জানান আমরা একজন সুপারস্টার ওমরসানীকেই আমাদের সিনেমায় দেখাবো। সিনেমার শুরটাই হবে তাকে দিয়ে। তার গল্প বলার শুরু দিয়েই ‘রৌদ্র ছায়া’ সিনেমার কাহিনী শুরু হবে। আমরা চেষ্টা করছি, ওমরসানীকে তার হিরোইজম বজায় রেখে যতোটা ভালোভাবে উপস্থাপন করা যায়। আগামী সপ্তাহে বিএফডিসিতে এই সিনেমার শুটিং-এ অংশ নিবেন ওমরসানী। সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে ওমরসানী বলেন,‘ বুলবুল জিলানী আমার বন্ধু। তার বিশেষ অনুরোধেই এই সিনেমাতে কাজ করা। জিলানী আমাকে একজন নায়ক হিসেবে এই সিনেমায় যে সম্মান দেখানোর চেষ্টা করবে, তার সেই চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই। আমার বিশ্বাস সিনেমার শুরুটা দর্শকের কাছে অনেক চমকের হবে। এটা সত্য যে শুধুমাত্র আমার বন্ধু বুলবুল জিলানীর কথা ভেবেই এই সিনেমায় আমি অভিনয় করতে যাচ্ছি। অনেক শুভ কামনা রৌদ্র ছায়া’র পুরো ইউনিটের জন্য, আমার বন্ধু বুলবুল জিলানীর জন্য।’ বুলবুল জিলানী বলেন,‘ ওমরসানী আমার এই সিনেমায় কাজ করতে সম্মতি জানিয়েছে এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। তার কাছে আমি কৃতজ্ঞ।’ ‘রৌদ্র ছায়া’ সিনেমার কাহিনী লিখেছেন সেলীনা চৌধুরী। প্রযোজনা করছে ‘ডিভাইন এন্টারটেইনম্যান্ট’। সাঈদুর রহমান সাঈদ পরিচালিত ওমরসানীর ‘মধুর ক্যান্টিন’ সিনেমার কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানান ওমরসানী। ওমরসানী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে উত্তম আকাশের ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। ‘রৌদ্র ছায়া’ সিনেমায় আইরিন, নীরব, সুষমা’সহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন