বিএনপির সাবেক ৬ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (১২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করার প্রেক্ষিতে এসব নেতাকে পুনরায় দলে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন- স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরি তানভীর আহমেদ সিদ্দিকী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর কবির, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান ও সবেক হুইপ সৈয়দ শহীদুল হক কামাল, চাঁদপুর জেলার সাবেক সভাপতি এস এ সুলতান টিপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তি।
ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। রবিবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্যারাডাইস শহরের ধ্বংসস্তূপ থেকে আরও ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে নিহতের সংখ্যা হলো ২৯। দক্ষিণাঞ্চলের মালিবু শহরের কাছেও আরও দুই জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন