শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কূটনীতিকদের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি ব্রিফ করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:৩৯ এএম

ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সম্পর্কে ব্রিফ করেছে বিএনপি। গতকাল (সোমবার) বিকেল সোয়া ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকে বিএনপির নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও মামলার অবস্থা, নির্বাচনী পরিবেশসহ সার্বিক বিষয়ে ব্রিফ করেন। ঘণ্টাব্যাপী এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক‚টনীতিকদের অবহিত করা হয়। তবে বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে বিএনপির নেতারা কথা বলেননি। কূটনীতিকদের পক্ষ থেকেও কোনো ব্রিফ করা হয়নি। বৈঠকে তুরস্ক, নরওয়ে, অস্টেলিয়া, স্পেন, জাপান, চীন, ইইউ, মরক্কো, সুইডেন, ভ্যাটিকান সিটি, সুইজারল্যান্ড, জার্মানি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ইউএনডিপিসহ অন্তত ৩০টি দেশ ও সংস্থার কূটনীতিক এই বৈঠকে অংশ নেন।

বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা মীর হেলাল, জেবা খান, শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট ফাহিমা মুন্নি প্রমূখ।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Monir ahmed ১৩ নভেম্বর, ২০১৮, ২:২৪ এএম says : 2
ব্রিফ করে লাভ হবে বলে মনে হয় না। সরকার সবাইকে ম্যানেজ করে ফেলছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন