শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ছিনতাই ও মাদক রাজধানীতে গ্রেফতার ৩৭

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।
শাহবাগ থানা সূত্র জানায়, সোমবার গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে ফারজানা নামে এক নারীকে ছিনতাইয়ের অভিযোগে শফিক নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৬৩ গ্রাম ১ হাজার ২০ পুরিয়া হেরোইন, ৪৪০ গ্রাম গাঁজা, ৭২ ক্যান বিয়ার ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন