বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি'র উদ্যোগে ১ কোটি ৩৭ লক্ষ ২৫ হাজার ৩ শত টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোণা জেলা শহরের পারলাস্থ বিজিবি ক্যাম্পের এমটি পার্কে এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মালিকবিহীন আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও এর কুফল তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মোঃ ফারুক আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের জানান, বিগত ২০১৭ সালের ১লা ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মে পর্যন্ত ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানে মালিকবিহীন/ পরিত্যাক্ত অবস্থায় জব্দকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৯ হাজার ২শত ৯৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ৪০৩ পিস ইয়াবা, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮০পিস যৌন উত্তেজক ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ২৫ হাজার ৩শত টাকা মাত্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন