রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফ থানায় ছয় মাসের জব্দকৃত ১২৬ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ৬:১৪ পিএম

টেকনাফ মডেল থানা পুলিশ কর্তৃক গত ছয় মাসে জব্দকৃত ১২৬ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার সঞ্চালনায় আজ ৬ জুলাই দুপুর ১ টার সময় টেকনাফ থানা প্রাঙ্গনে
আনুষ্ঠানিকভাবে এই মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

আদালতের আদেশে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমার সভাপতিত্বে
অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার রাজীব কুমার বিশ্বাস অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আসাদুজ্জামান চৌ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেব, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীন, ভারপ্রাপ্ত ইউ এন ও প্রণয় কুমার চাকমা, লে : কমান্ডার ফয়জুল হক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, এতে জব্দ কৃত ৪২ লক্ষ পিস ইয়াবা, সাড়ে ৩ হাজার বিয়ার, ৪৫০ বোতল বিদেশী মদ, ৩০০ বোতল ফেনসিডিল ও ৩০০লিটার চোলাই মদ ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন