সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মানসিক নির্যাতন আর মাদকাসক্তিতে শৈশব নষ্ট হয়েছে ডেমি লোভাটোর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গায়িকা ডেমি লোভাটো এক পডকাস্টে বিনোদন শিল্পে তিনি যতটা শারীরিক ও মানসিক নির্যাতন শিকার হয়েছিলেন সেসব বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, একসময় মাদকাসক্তির জন্য তাকে শৈশবেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হতে হয়েছিল।
৩০ বছর বয়সী মার্কিন গায়িকা ‘কল হার ড্যাডি’ পডকাস্টে তার ক্যারিয়ার এবং যেসব প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন সেসব বিষয়ে মন খুলে কথা বলেন। তিনি জানান এক পরিস্থিতিতে তিনি রক্ত বমি করছিলেন এবং তার দলের এক সদস্য তাকে জানায় চিকিৎসা নেবার জন্য তিনি যথেষ্ট অসুস্থ নন।
‘আমার ধারণা তার বলার ধরণটিই তেমন ছিল, যেন তার মত হল, ‘না তুমি চিকিৎসার জন্য ফিরছ না, তাহলে আমার বদনাম হয়ে যাবে’, লোভাটো বলেন। তিনি জানান, এর এক বছর পর ২০১৭তে মাত্র ১৩ বছর বয়সে অতিরিক্ত মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এরপর এক সড়ক দুর্ঘটনার পর তাকে ব্যথা নিবারক ওষুধের ব্যবস্থাপত্র দেয়া হলে তিনি তাতে আসক্ত হয়ে পড়েন। আমার মা ভাবতে পারেননি, আমাকে সেসব ওষুধ দেয়া বন্ধ করতে হবে, আর আমি ১৩ বছর বয়সেই মদ্যপান শুরু করেছিলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন