আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হঠাৎ চীন সফরে গেল বিএনপির একটি প্রতিনিধি দল। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চার দিনের সফরে গেলেন তারা।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে বাংলাদেশ থেকে দলের তিন সদস্য এবং লন্ডন থেকে একজন চীনের উদ্দেশে রওনা হন। আগামী ১৮ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এ সফরে মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মেজর (অব.) নূর হোসেন এবং লন্ডন থেকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রয়েছেন।
রাতে চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেন, চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে আমরা যাচ্ছি। সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন