শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার মেরিনারের উকিল নোটিশ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কিছুতেই যখন কিছু হলো না তখন আদালতের শরনাপন্নই হতে হলো প্রিমিয়ার হকি লিগের গেল মৌসুমের চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে। এবারের লিগ শিরোপা জটিলতার সুরাহা করতে তারা বারবার তাগিদ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)’কে। এমনকি গেল ২৫ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছে ক্লাবটি। কিন্তু মেরিনারের কথায় কর্ণপাত না করে গত ৩০ অক্টোবর গভর্নিং বডির (জিবি) সভায় বাহফে কর্মকর্তারা প্রায় পাঁচ মাস পর জট খুললেন প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ জটিলতার। চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আর এতেই বেঁকে বসলেন মেরিনার কর্তারা। যার জের ধরে বাহফে’র নির্বাহী কমিটি থেকে যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম দীপু ও সদস্য নজরুল ইসলাম মৃধা। দু’জনেই মেরিনারের কর্মকর্তা। ফেডারেশন থেকে পদত্যাগ করেই ক্ষান্ত হননি তারা, এবার ইঙ্গিত দিলেন আদালতে যাওয়ার। বিশ্বস্ত সুত্র জানায়, জিবি সভায় লিগ শিরোপা জটিলতা নিরসনের জন্য যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা মেরিনার কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফেডারেশন সভাপতির অনুপস্থিতিতে এবং কোন প্রকার রিপোর্টহীন ওই সভার সিদ্ধান্তকে মানতে না পেরে এবার বাহফে’কে উকিল নোটিশ পাঠিয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব।

ঘরোয়া হকিতে গেল পাঁচ বছর ধরেই চলছে সংকট। ফেডারেশনের নির্বাহী কমিটি নিয়ে এই সময়ে নানাভাবে আন্দোলন হয়েছে। নির্বাচন নিয়েও নাটক কম হয়নি। বাহফে’র অর্ন্তদ্ব›দ্ব নিয়ে সাবেক খেলোয়াড়রাও জড়িয়েছিলেন। যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। এবারের প্রিমিয়ার লিগ নিয়েও বেশ অস্থির দেশের হকিঅঙ্গন। মোহামেডান ও মেরিনারের মধ্যকার লিগের শেষ ম্যাচ নিষ্পত্তি না হওয়ায় লিগ শিরোপা নির্ধারণ জটিল হয়ে পড়ে। বিষয়টির সুরাহা না দিতে পারায় পদত্যাগ করেন লিগ কমিটির চেয়ারম্যান। এরপরেই জিবি সভায় মোহামেডানকে শিরোপা তুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা মানতে নারাজ মেরিনার কর্তারা। ফলে দু’দিন আগে জিবি সভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হকি ফেডারেশনকে উকিল নোটিশ পাঠিয়েছেন তারা। তাদের দাবি, মোহামেডানের বিপক্ষে এক পয়েন্ট দিয়ে ম্যাচ ড্র করাটা হকির আইনের পরিপন্থী। ফেডারেশন সভাপতি, সাধারণ সম্পাদক, লিগ কমিটির চেয়ারম্যান ও সম্পাদককে এই আইনী চিঠি দিয়েছে মেরিনার। এ প্রসঙ্গে ক্লাবটির সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানা বলেন, ‘হকি ফেডারেশন বর্তমানে চলছে অ্যাডহক কমিটির আওতায়। জিবি সভায় উপস্থিত ছিলেন না বাহফে সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। তাছাড়া ম্যাচের আম্পায়ারদ্বয়ের রিপোর্ট ছিল না ওই সভায়। দেখা হয়নি ম্যাচের ভিডিও রেফারেল। এত কিছুর অনুপস্থিতিতে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই অ্যাডহক কমিটির। বিষয়গুলো উল্লেখ করেই আমরা আইনি নোটিশ পাঠিয়েছি। মূলত ফেডারেশনে ন্যায় বিচার না পাওয়ায় আমরা আইনের স্বরণাপন্ন হয়েছি। আইনগতভাবে যতটুকু লড়াই করার আমরা তা করবো।’

বিষয়টি নিয়ে হতাশ লিগ কমিটির সম্পাদক ও বাহফে কোষাধ্যক্ষ কাজী মইনুজ্জামান পিলা। তিনি বলেন, ‘মেরিনার উকিল নোটিশ পাঠিয়েছে তা জেনেছি। এখনো পড়া হয়নি। তবে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে আইন-আদালতে যাওয়া ঠিক নয়। লিগ কমিটির বাইলজে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তারপরও যেহেতু মেরিনার আইনি নোটিশ পাঠিয়েছে তাই ফেডারেশন আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

৩০ অক্টোবর বাহফে’র সর্বশেষ জিবি সভায় মোহামেডান-মেরিনার ১-১ গোলে অমিমাংসিত থাকা ম্যাচটিকে ড্র ঘোষণা করা হয়। ফলে ৪০ পয়েন্ট পাওয়া মোহামেডানকে চ্যাম্পিয়ন ও ৩৯ পয়েন্টে থাকা আবাহনীকে রানার্সআপ ঘোষণা করা হয়। আর ৩৭ পয়েন্ট পাওয়া মেরিনারের জায়গা হয় তৃতীয়স্থানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন