আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে তরুণ প্রবাসী ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসাইন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করায় অভিনন্দন জানিয়েছেন আমিরাত প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। মোহাম্মদ জাকির হোসাইন দীর্ঘ বছর ধরে অক্লান্ত দক্ষতার সাথে প্রবাসে দলের দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির প্রতিটি আন্দোলন কর্মসূচিতে তার ছিল সক্রিয় অংশগ্রহণ। তাছাড়া তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হওয়া সত্তে¡ও সবসময়ই দলের পেছনেই সময় পার করতেন। প্রবাসে সকল স্তরের নেতাকর্মীদের উজ্জীবিত ও সন্তুষ্ট রেখে নেতৃত্ব বিকাশে দলের কার্যক্রমকে আরো সফল ও সক্রিয় করে তোলেন। বিএনপির প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের নিয়েই যেন তার পরিবার। পাশাপাশি প্রবাসে থেকেও নিজ এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং রয়েছেন। তাই দেশ ও দলের স্বার্থ বিবেচনায় এমন একজন ব্যক্তিকে জকিগঞ্জ-কানাইঘাট এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবেন বলে দৃঢ়তার সাথে জানান আনন্দে উদ্বেলিত দলের আমিরাত প্রবাসী বিএনপি নেতাকর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন