শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আ.লীগে কোন্দল নির্ভার বিএনপি

ভোলায় ৪টি আসন

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভোলায় এবার জাতীয় নির্বাচনে বিএনপি তথা জোটে একক প্রার্থী নিশ্চিত হলেও আওয়ামী লীগের রয়েছে অনেক মেরুকরণ। প্রত্যেকটি আসনেই রয়েছে অনেক প্রার্থী। অনেক প্রার্থীদের মাঝে রয়েছে অনেক কোন্দল, অনেক হিসেব নিকাশ। আওয়ামী লীগে ঘরের শত্রুই অনেক। বিগত দিনে নির্যাতিত আওয়ামী লীগ নেতা কর্মীরা দল ক্ষমতায় থাকলেও দলীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণেই তাদের মাঝে এ ক্ষোভ কাজ করছে বলে মনে করছেন অনেকে। যার প্রভাব পড়বে আগামী নির্বাচনে। তবে ভোলায় ৪টি আসনেই বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের মাঝেই তুমুল ভোটের লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
ভোলা -১ আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের মনোনয়নপত্র কিনেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, হায়দার আলী লেলিন, গোলাম নবী আলমগীর, হারুর অর রশিদ ট্রুমেন, আসিফ আলতাফ। এ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী অনেকটা নিশ্চিত হলেও আ›লীগের রয়েছে একাধীক প্রার্থী। আ.লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান হিরন, আ.লীগ সভাপতি মজনু মোল্লা, হেমায়েত উদ্দিন, ইসলামী আন্দোলন (চরমোনাই) মুফতি মাওঃ ইয়াছিন নবীপুরী, জাতীয় পার্টি ( এরশাদ) আজিম গোলদার।
ভোলা-২ আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহীম, রফিকুল ইসলাম মমিন। আ.লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন অ্যাডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুন, আলী আযম মুকুল এমপি, কেন্দ্রীয় যুবলীগের নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান হিরন, আশিকুর রহমান শান্ত, মহববত জান চৌধুরী, এম এ কাদের খান, মাকসুদুল আলম, আবুল কালাম আযাদ। ইসলামী আন্দোলন (চরমোনাই) মাওঃ এম ওবায়দুর রহমান।
ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন সাবেক বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লায়ন এম আর হাওলাদার, আক্তারুজ্জামান টিটব, সাইদুল ইসলাম মিলন, রুহুল আমিন বাবলু, অ্যাডভোকেট কামাল হোসেন। অন্যদিকে আ.লীগের মনোনয়নপত্র কিনেছেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী স্বপন, সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়াম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন পঞ্চায়েত, আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল পাঞ্চায়েত, তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, জাহাঙ্গীর আলম,আকতার হোসেন। জাতীয় পার্টি (এরশাদ) মনোনয়নপত্র কিনেছেন নুরুনবী সমুন, মাওঃ কামাল হোসেন, খোকন মিয়া। ইসলামী আন্দোলন (চরমোনাই) হাফেজ মাওঃ মোঃ মোসলেহউদ্দিন।
ভোলা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেছেন সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য নুরুল ইসলাম নয়ন। আ.লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, মোঃ তানিম, মোঃ মফিজুল ইসলাম। ইসলামী আন্দোলন (চরমোনাই) অ্যাডভোকেট মাওঃ মোঃ মহিবুল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন