আমির খানের নীতি হলে বছরে একটি ফিল্ম, তার বেশি নয়। সবাই জেনে গেছে, পারফেকশনিস্ট অভিনেতাটির আগামী চলচ্চিত্র ‘দাঙ্গাল’। এই ফিল্মটির পর তিনি যে চলচ্চিত্রটিতে অভিনয় করবেন সেটি হলো ‘সিক্রেট সুপারস্টার’।
যতটুকু জানা গেছে, ‘সিক্রেট সুপারস্টার’ ফিল্মটিতে তিনি কেন্দ্রীয় ভ‚মিকায় অভিনয় করবেন না, এমন কী অতিথি ভ‚মিকায়ও নয়। তিনি এই চলচ্চিত্রটিতে এক সঙ্গীত পরিচালকের গুরুত্বপূর্ণ ভ‚মিকায় অভিনয় করবেন। কিন্তু কেন তিনি একটি পার্শ্ব ভ‚মিকায় অভিনয় করছেন? এটি পরিচালক হিসেবে তার ম্যানেজার অদ্বৈত চন্দনের অভিষেক চলচ্চিত্র বলেই তিনি এই ভ‚মিকায় সায় দিয়েছেন। এর প্রধানত একটি শিশু আর তার মাকে নিয়ে। ব্যাপারটি অনেকটা ‘তারে জমিন পার’-এর মত। শিশু আর তার মায়ের ভ‚মিকায় অভিনয়শিল্পী এখনও চ‚ড়ান্ত হয়নি।
প্রাথমিকভাবে চলচ্চিত্রটির নাম ছিল ‘আজ ফির জিনে কি তামান্না হ্যায়’। পরে নাম বদল করে ‘সিক্রেট সুপারস্টার’ স্থির করা হয়। এটি একটি মিউজিকাল ড্রামা ধারার ফিল্ম হবে। সঙ্গীত পরিচালনা করবেন অমিত ত্রিবেদী আর গীতিকার কাউসার মুনির।
আগামী জুনে বরোদাতে শুটিং শুরু হবে এবং পরে মুম্বাইতে কাজ চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন