শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হিলারি ক্লিন্টনকে অনুসরণ করে অভিনয় করেছেন সেলা ওয়ার্ড

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

আসন্ন সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘ইনডিপেন্ডেন্স ডে : রিসারজেন্স’এ নারী মার্কিন প্রেসিডেন্টের ভ‚মিকায় অভিনয় করেছেন সেলা ওয়ার্ড। তিনি জানিয়েছেন, এলিয়েন আগ্রাসন রুখতে মার্কিন প্রেসিডেন্টের ভ‚মিকায় অভিনয় করতে গিয়ে তিনি আদর্শ হিসেবে নিয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আগুয়ান হিলারি ক্লিন্টনকে।
তাকে জিজ্ঞাসা করা হয়, প্রেসিডেন্ট এলিজাবেথ ল্যান্ডফোর্ডের ভ‚মিকায় অভিনয় করতে গিয়ে তিনি কোনও বাস্তব মানুষকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন কী না। তিনি বলেন, “অনুসরণ করার জন্য এখনও তো আমাদের কোনও নারী প্রেসিডেন্ট হয়নি। তবে আমি হিলারি ক্লিন্টনের প্রচার অভিযানের প্রচুর ভিডিও দেখেছি, শুধু বোঝার জন্য তিনি বাহ্যিকভাবে কী করেন, তিনি কীভাবে পোডিয়ামের দিকে যান, জনতার সামনে দাঁড়ান ইত্যাদি
ত আসল আদর্শ।”
ওয়ার্ড জানিয়েছেন, তিনি হিলারি ক্লিন্টনের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের বক্তৃতা শুনেছেন। “আমি তার কথা বলার ভঙ্গি দেখছিলাম। যথেষ্ট ধারণা পেয়েছি। তিনি কী ধরনের বাহ্যিক আচরণ করেন তাও দেখেছি,” ওয়ার্ড বলেন,
রোলান্ড এমারিশ পরিচালিত ‘ইনডিপেন্ডেন্স ডে : রিসারজেন্স’ ২৪ জুন মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন