অ্যান্ডটিভি’র ‘ভাবি জি ঘর পার হ্যায়’ সিরিয়ালটি থেকে বাদ পড়ার পর প্রডাকশনের ওপর শিল্পা শিন্দে’র (ছবিতে বাঁয়ে) ক্ষোভ বেড়েছে বই কমেনি। এবার তিনি আঙ্গুরি ভাবির ভ‚মিকায় তার স্থলাভিষিক্ত অভিনেত্রী শুভাঙ্গী আত্রে’র ওপর তার ঝাল মেটাচ্ছেন।
একটি বিনোদন পোর্টালে দেয়া ভাষ্যে তিনি শুভাঙ্গীর অভিনয় মানোত্তীর্ণ নয় বলে মত দিয়েছেন। তিনি বলেছেন, শুভাঙ্গী একজন ভাল ‘কপি ক্যাট’। তিনি আরও বলেছেন, আঙ্গুরির মতো সাজা সহজ কিন্তু তার ভ‚মিকায় অভিনয় নয়।
শিল্পা আরও বলেছেন, শুভাঙ্গী ভালো অভিনেত্রী, কিন্তু অনুকরণ না করে তার স্বাতন্ত্র্য বজায় রাখা উচিত।
শিল্পা যাই বলুন না কেন দর্শকরা এখন অপেক্ষায় আছে শুভাঙ্গী আদৌ নিজেকে আঙ্গুরির ভ‚মিকায় নিজের দক্ষতা প্রমাণ করতে পারেন কী না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন