শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নাটক হাজার বত্রিশ

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য ও মানসুর আলম নির্ঝর। অভিনয়ে আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ। ১০৩২ নাম্বারের দোতলা বাড়ীটা জাফর সাহেবের। সারা জীবনের সঞ্চয় দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন। জাফর সাহেবের স্বপ্ন পূরণ হবার আগেই স্ত্রী মৃত্যুবরণ করেন। জাফর সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছে আজ পাঁচ বছর। বাড়ীর দোতলায় এখন তিনি থাকেন তার ছেলে মেয়েদের নিয়ে। আর নীচ তলাটা ভাড়া দিয়ে রেখেছেন। সমস্ত-সুযোগ সুবিধা থাকা সত্তে¡ও ভাড়াটিয়ার থাকতে চান না এই বাড়িতে। কি যেন এক রহস্য আছে এখানটায়.... আদি ভৌতিক কিছু একটা কি তবে? পাড়া জুড়ে এটা নিয়ে রসালো কিংবা ভৌতিক গল্পের জন্ম নেয় প্রতিদিনই। কারো কারো মতে আজমল সাহেবের স্ত্রীর অতৃপ্ত আত্মাই আসলে এখানে থাকতে দেয় না বাইরের কোন মানুষকে। এভাবেই গল্প তৈরী হয়। একেকটা নতুন পরিবার নতুন নতুন সমস্যা নিয়ে হাজির হয় আজমল সাহেবের বাড়ির নিচতালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন