শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়াল্ড

| প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

‘হ্যারি পটার’ সিরিজের লেখিকা জে. কে. রাউলিংয়ের লেখা একই নামের উপন্যাস সিরিজ অবলম্বনে ডেভিড ইয়েট্স পরিচালিত ফ্যান্টাসি ফিল্ম ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়াল্ড’। ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম’ (২০১৬), ‘দ্য লেজেন্ড অফ টারজান’(২০১৬), ‘হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ দ্য ফিনিক্স’ (২০০৭) ‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স’ (২০০৯), ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ : পার্ট ওয়ান’ (২০১০) ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ : পার্ট টু’ (২০১১) ইয়েট্স পরিচালিত চলচ্চিত্র। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ‘হ্যারি পটার’ কাহিনীর স্পিন-অফ এবং এই সিরিজে আরও অন্তত চার-পাঁচটি চলচ্চিত্র নির্মিত হবে।
ডার্ক উইজার্ড গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ডকে তার অপরাধের বিচারের জন্য আমেরিকার কারাগার থেকে ইংল্যান্ড পাঠানো হয়। পথে সে পালাতে সক্ষম হয়। সেখান থেকে প্যারিস গিয়ে সে এক পিউর-ব্লাড উইজার্ডের দল তৈরি করার কাজ শুরু করে যারা নন-ম্যাজিকাল প্রাণীদের নিয়ন্ত্রণ করবে। তার পরিকল্পনা বানচাল করতে অ্যালবাস ডাম্বলডোর (জুড ল) তার সাবেক শিষ্য ন্যুট স্ক্যামান্ডারকে (এডি রেডমেইন) দায়িত্ব দেয়। সম্ভাব্য বিপদের কথা না ভেবেই সে রাজি হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন