শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন জিম ক্যারি

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অভিনেতা জিম ক্যারি জানিয়েছেন যখন কাজে থাকেন তখন তিনি একাকী আর নিঃসঙ্গ জীবন যাপন করেন। এক রেডিও অনুষ্ঠানে জনপ্রিয় এই অভিনেতাটি স্বীকার করেছেন একাকী সময় কাটাতেই তার ভাল লাগে। ৫৬ বছর বয়সী অভিনেতাটি বলেন : “ আমার গার্হস্থ্য জীবনকে আপনারা ‘মানুষ থেকে আলাদা’ হিসেবে বর্ণনা করতে পারেন। আমি প্রচুর সময় একাই কাটাই, আমি আমার মত করে সময় কাটাতে পছন্দ করি, তাই এই ঠিক আছে। অনেকের কাছে এই জীবন অদ্ভুত লাগতে পারে, তবে আমি এমনটা উপভোগ করি।” অবশ্য তিনি জানাতে ভোলেননি যে নিঃসঙ্গ জীবন কাটাতে পছন্দ করলেও তার বাকি সময়ে ডেটে যেতেই ভালবাসেন। “আমি পড়তে ভালবাসি আর অবসর সময়ে উপভোগ করি পেইন্টিং আর ভাস্কর্য তৈরি করতে। আর আমি ডেটও করি,” তিনি আরও বলেন। জিম ক্যারি জীবনে দুই বার বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী মেলিসা ওয়ার্মার। আট বছর দাম্পত্য জীবন কাটাবার পর ১৯৯৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। অভিনেত্রী জেনি ম্যাকার্থির সঙ্গে জিম ঘর করেছেন ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন