শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জনগণের ভোটে বাধা দেয়া স্বাধীনতা বিরোধী কাজ -ড. কামাল হোসেন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ৬:০৪ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নির্বাচনে কারচুপির আশংকা করে আবারও সবাইকে ভোট কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ড. কামাল হোসেন বলেন, জনগণের ভোটে বাধা দেয়া স্বাধীনতা বিরোধী কাজ। যারা ভোটে বাধা দেবে তারা স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত হবে।
তিনি বলেন, ভোট কেন্দ্র পাহারা দেয়া মানে গৃহযুদ্ধ বাধিয়ে দেয়া নয়। যারা গৃহযুদ্ধ বাধিয়ে দেয়ার কথা বলেন তারা কোন যুক্তিতে এসব কথা বলেন। তাদের মন মানসিকতাই বা কি? জনগণের ভোটাধিকার পাহারা দিতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামাল হোসেন জানান, যথাসময়ে নির্বাচন হবার বিষয়ে তিনি আশাবাদী। আসন বণ্টন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিঠা ভাগাভাগি করতে গেলে কিছু টানাটানিতো হবেই। এ কাজটি কঠিন। তবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে এতো দ্রুত ঐক্য গড়ে তুলতো পারবো তা ভাবিনি। মাত্র দেড় ঘন্টার মধ্যে আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম। এখনো এসব বিষয়ে কোন সমস্যা হবে না। আমারা এগিয়ে যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Shahadat ২৬ নভেম্বর, ২০১৮, ১০:৪৮ পিএম says : 0
They will be treated as Razaker
Total Reply(0)
শওকত আকবর ২৬ নভেম্বর, ২০১৮, ১১:৫৭ পিএম says : 0
আপনার তুলনা আপনিই| একজন জনৈক সমালোচনা কারির,সমালোচনা দেখে আমি খুব কষ্ট পেয়েছি| সত্যি যদি রাজনিতিতে সম্পৃক্ত থাকতাম তা হলে পত্রিকায় বিবৃতি পাঠাতাম| আমাদের দেশ থেকে গঠন মুলক আলোচনা সমালোচনা উঠে গেছে| লাগামহীন কথাবার্তা শুনতে শুনতে কান ঝালাপালা| আপনার গনতন্ত্র সুরখ্খার সর্বাত্বক প্রচেস্টা সফল হোক|||
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন