জেনিফার অ্যানিস্টন শৈশবে সবচেয়ে মন্দ কী কাজটি করেছেন জানেন? তিনি তার মা ন্যান্সি ডাওয়ের পার্স থেকে টাকা সরাতেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী অভিনেত্রীটি প্রকাশ করেছেন ভিডিও গেইম খেলার জন্য আর স্থানীয় আর্কেডে খরচ করার উদ্দেশ্যেই তিনি এই কাজটি করতেন।
অ্যানিস্টন বলেন, “আমার ঠিক মনে নেই মায়ের পার্স থেকে ঠিক কত সরাতাম, মনে হয় এক ডলার। আমার মনে হয় না সুযোগ পেলে আমি বড় অংকের টাকা সরাতাম। আমরা যখন ছোট ছিলাম তখন এক ডলারে অনেক কিছু করা যেত। খরচ করতাম ভিডিও গেইমে, আর্কেডে, তেমন গুরুতর কোনও কাজে নয়।
‘ফ্রেন্ডস’ তারকাটি বলেন, তার বাবা-মায়ের কাছ থেকেই তিনি তার রসবোধ অর্জন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন