শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ কবি মহসিন হোসাইনের জন্মদিন

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ ৪ মে সত্তর দশকের অন্যতম ও ব্যতিক্রমী কবি মহসিন হোসাইনের জন্মদিন। যশোর জেলার (বর্তমান নড়াইল জেলা) কালিয়া থানার ঐত্যিবাহী গ্রাম কলাবাড়িয়ার সন্তান তিনি। তিনি জন্মগ্রহণ করেন এক ক্ষয়িঞ্চু সমান্ত অভিজাত পরিবারে। ১৯৬৫ সালে ৫ম শ্রেণিতে অধ্যায়নকালে পিতার লেখা কবিতা পাঠ শুনে মহসিন হোসাইন কবিতা লেখায় মনোনিবেশ করেন। কিশোর বেলা থেকে মহসিন হোসাইন যাত্রাগান, কবিগান, অষ্টগান রচনায় ও অভিনয়ে নিজেকে স্থিত করেন। পরে কবিয়াল বিজয় সরকারের কবির দলে শিক্ষানবিশি ও বাঁধনদার হিসেবে নিজেকে নিয়োজিত রাখেন। তবে আধুনিক কবিতা রচনা থেকে নিজেকে কোনো ভাবেই দূরে রাখেননি। কবি ছান্দসিক আবদুল কাদির, পশ্চিমবঙ্গের কবি প্রমথনাথ বিশী প্রমুখের উৎসাহে কবি মহসিন হোসাইন তার সাহিত্য সাধানায় এগিয়ে যান। মহসিন হোসাইনের মোট কবিতা গ্রন্থের সংখ্যা ৮। ছড়ার বই ১৩, অনুবাদ কবিতার বই ২, সম্পাদিত কাব্যগ্রন্থ ৫। বাংলা একাডেমি তার ৪টি গ্রন্থ প্রকাশ করেছে। মহসিন হোসাইনের মোট প্রকাশিত গ্রন্থ ৯৬টি। যথাশব্দ প্রয়োগ ও নির্মাণে মহসিন হোসাইন সফলকাম। তিনি তার বিচিত্রগামী সাহিত্যসাধনা ও বাংলা সংস্কৃতির সেবায় বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রিয় ও পরিচিত। তার জন্মদিনে তাকে আন্তরিক শুভেচ্ছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন