শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিনেমার প্রচারে রাস্তায় নেমেছেন শুভ ও তিশা!

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অনন্য মামুনের মুক্তিপ্রতিক্ষিত সিনেমা অস্তিত্ব’র প্রচারণায় রাস্তায় নেমেছেন সিনেমাটির নায়ক আরেফিন শুভ। সিনেমাটির নায়িকা তিশারও নামার কথা রয়েছে। গত সোমবার রাস্তায় রাস্তায় সিনেমাটির পোস্টার বিলি করতে দেখা গেছে শুভকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মধুর ক্যান্টিন, সংসদ ভবন এলাকায় তিনি পোস্টার বিলি করে পথচারীদের সিনেমাটি দেখার আহŸান জানান। পথচারীদের দেখা মাত্র অস্তিত্ব’র পোস্টার হাতে ধরিয়ে দিচ্ছেন। সিনেমার প্রচারে নায়ক-নায়িকার প্রচারপত্র বিলি করার এমন নজির আমাদের দেশে নেই বললেই চলে। শুভ ও তিশা’র প্রচারণার ধরণ দেখে মনে হচ্ছে, তারা অস্তিত্ব সিনেমার নয়, চলচ্চিত্রে তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন। শুভ অবশ্য যুক্তি দিয়ে বলেন, শাহরুখ খান যদি তার সিনেমায় প্রচারণার জন্য মার্কেটে মার্কেটে ঘুরতে পারে তাহলে আমরা কেন পারবো না? শাহরুখ খান কবে কোন সিনেমার প্রচারপত্র নিয়ে মার্কেটে বা রাস্তায় রাস্তায় ঘুরেছেন, এ কথা অবশ্য তিনি বলতে পারেননি। যাই হোক, শুভ ও তিশার এই প্রচারণা কতটা কাজে লাগে তা এখন দেখার বিষয়। সিনেমাটি আগামী ৬ মে মুক্তি পাবে। মুক্তির পরই বোঝা যাবে, দর্শক তাদের এই মাঠে-ঘাটে প্রচারে সাড়া দিয়েছে কিনা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন