মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের আজ ১২তম মৃত্যুবাষির্কী। এ দিনটিকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার একমাত্র পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পিতার মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর দোয়া কামনা করেছেন।
মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকীতে প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাণী দিয়েছেন। প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ তার বাণী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ, ত্যাগী, পরীক্ষিত এবং দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ এদেশের মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রোথিত থাকবেন। তিনি মোহাম্মদ হানিফের রুহের মাগফিরাত করেন।
প্রধান মন্ত্রী শেখ হসিনা বলেন, মোহাম্মদ হানিফ ছিলেন একজন সৎ ও ন্যয়িনিষ্ঠাবান রাজনীতিবিদ। কোন ধরেণের প্রলোভন তাকে কখনো আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। তিনি ছেলেন, দুঃখি মানুষের আপনজন। মানুষ বেঁচে থাকে কর্মের মাধ্যমে। মোহাম্মদ হানিফও তার কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকবেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।
মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেসব কর্মসূচীর আয়োজন রয়েছে- বুধবার সকাল সাড়ে ১০টায় আজিমপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, দুপুর ১২ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে স্বরণ সভা ও দোয়া মাহফিলসহ ২ সপ্তাহ ব্যাপী মেয়র হানিফ স্বাস্থ্যসেবা পক্ষ (বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান) প্রভৃতি। এছাড়াও বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজন করেছে স্বরণ সভা ও দোয়া মাহফিল। বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন