নির্বাচনে সকল দলের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৮নভেম্বর) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পরিদর্শন শেষে কার্যালয়ে বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম এ কথা জানান।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল বিল মোলার ও রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মান দস্তগীর অংশ নেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে অর্থ উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সদস্য এস এম কামাল উপস্থিত ছিলেন।
এইচ টি ইমাম বলেন, 'সব দলের অংশগ্রহণ নির্বাচনে হচ্ছে এটাতে তারা অত্যন্ত সন্তুষ্ট।'
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন