প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাদ আছর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে কুলখানি হয়।
এইচ টি ইমামের ছেলে সংসদ সদস্য তানভীর ইমাম জানান, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন মসজিদেই তার জন্য দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন মাদরাসায় কোরআন খতম করা হয়। এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম কুলখানি শেষ উপস্থিত সকলের কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন।
গত বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এইচ টি ইমাম মৃত্যু হয়। ফুসফুস, কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। দেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রথমে জন প্রশাসনবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন