শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ৩:২৭ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনিসুল হক ছিলেন একাধারে ব্যবসায়ী, সংগঠক ও টিভি ব্যক্তিত্ব ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়। ঢাকা শহরকে বাসযোগ্য করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে মেয়র নির্বাচিত হন। কিন্তু দায়িত্ব নেয়ার দুই বছর যেতেই তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

তবে এই অল্প সময়ের মধ্যেই তিনি শুরু করেছিলেন বহু উন্নয়ন প্রকল্পের কাজ। উচ্ছেদ করেছিলেন রাস্তা, ফুটপাথ, পার্কসহ বিভিন্ন অবৈধ দখল। তার সুদৃঢ় পদক্ষেপেই রাজধানী ঢাকা থেকে অপসারিত হয়েছিল অবৈধ বিলবোর্ড, ব্যনার-ফেস্টুন। তবে অকাল মৃত্যুর কারণে স্বপ্নের ঢাকা শহর গড়ার কাজ শেষ করে যেতে পারেননি।

এদিকে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনিসুল হকের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন