বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশিষ্ট শিল্পপতি হেলেনা জাহাঙ্গীরের তিনটি বই। প্রকাশিত গ্রন্থ তিনটি হচ্ছে সত্ত্বা, ফেসবুকের পাতা থেকে ও সময়ের দর্পণ। গ্রন্থ তিনটিতে তিনি দেশ, মাটি, মানুষ এবং জীবন ও বাস্তবতার পাশাপাশি মানুষের সাফল্যের কথা তুলে ধরেছেন। হেলেনা জাহাঙ্গীর বলেন, ভিন্ন আঙ্গিকে সময়ের প্রেক্ষাপটে বই তিনটি লেখার চেষ্টা করেছি। চেষ্টা করেছি জীবন আর বিজয় নিয়ে লেখার। কলমের কালিতে আঁকতে চেয়েছি দেশ ও দশের প্রতিচ্ছবি। আশা করছি, পাঠক গ্রন্থ তিনটি থেকে তাদের মনের খোরাক খুঁজে নিতে পারবেন। উল্লেখ্য, হেলেনা জাহাঙ্গীর নিট কনসার্ন গ্রুপের চারটি শিল্প প্রতিষ্ঠান জয় অটো গার্মেন্টস লিমিটেড, নিট কনসার্ন প্রিন্টিং ইউনিট লিমিটেড, জেসি এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং ও হুমায়রা স্টিকারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন। ব্যবসার পাশাপাশি তিনি সাহিত্যে নিজেকে নিয়োজিত রেখেছেন। নিয়মিত লেখালেখির মাধ্যমে মানুষের জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলেন, আমার নিজস্ব জীবনবোধ ও মানুষের জন্য কিছু করার প্রেরণা থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত হয়েছি। এতে যদি মানুষের সামান্যতম কল্যাণ হয়, তাহলে নিজেকে সার্থক মনে করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন