বিনোদন ডেস্ক : এবার নিজের নামে ওয়েবসাইট চালু করলেন চিত্রনায়ক নিরব। এখন থেকে এই ওয়েবসাইটে তার কাজের খোঁজ খবরসহ পাওয়া যাবে তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্র, গানের ভিডিও এবং কাজের যাবতীয় আপডেট। চালু হওয়া এই সাইটে এখন রয়েছে নিরবের উল্লেখযোগ্য কাজ এবং ক্যারিয়ারের প্রথমদিকের মডেলিংয়ের বিভিন্ন ছবি, বর্তমানে নির্মাণাধীন গেম রিটার্নস সিনেমার বিভিন্ন ছবি এবং ফুটেজ। এছাড়া তার স¤পর্কে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ফিচার, সাক্ষাৎকার ইত্যাদি রয়েছ। নিরব বলেন, আমার কাজগুলো এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। তাছাড়া যারা আমার স¤পর্কে জানতে চান, তাদের জন্য এই সাইট। এখন থেকে আমার সকল কাজের আপডেট এখানে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে দেখেছি গুগলে সার্চ করলে আমার স¤পর্কে অনেক ভুল তথ্য পাওয়া যায়। এতে অনেকে বিভ্রান্ত হন। তাই আমি চাচ্ছি দর্শক আমার সম্পর্কে সঠিক তথ্য জানুক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন