বিনোদন ডেস্ক: নিশো একজন বড় সেলিব্রেটি। একদিন সকালবেলা শুটিংয়ে যাওয়ার পথে শার্লিন নামের এক মেয়ের সাথে দেখা হয় তার। মেয়েটির গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ফলে নিশোর কাছে লিফ্ট চায় সে। মেয়েটির অনুরোধে নিশো তাকে গাড়িতে ওঠায়। কিন্তু মেয়েটি কোথায় নামবে তার কোন ঠিক ঠিকানা নেই। সে এক এক জায়গায় নামে এবং কিসব কাজ করে আবার মন খারাপ করে চলে আসে। কিছু বলেও না নিশোকে। তাকে নিয়ে ঘুরতে ঘুরতে নিশো যখন বিরক্ত ঠিক তখন জানা যায় আসল কথা। মেয়েটি আসলে তার ফেসবুক বয়ফ্রেন্ডকে খুঁজছে। ছেলেটা হঠাৎ করেই লাপাত্তা হয়ে যায়- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘টু লাভ ইউ মোর’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিশো, শার্লিন প্রমুখ। আজ রাত ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন