সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপি নেতা সালাহ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কক্সবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের ২ মামলায় জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রোববার কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে বিচারাধীন সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পূর্বে জামিনে থাকা চকরিয়া থানার ২টি মামলায় (জি.আর-৪৭/২০০৭ ও জি.আর-৫১/২০০৭) অভিযোগ গঠনের দিন ধার্য্য ছিল।
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পক্ষে আইনজীবীরা অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করলে, আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ উভয় মামলায় আসামি পক্ষের সময়ের আবেদন নামঞ্জুর ক্রমে জামিন বাতিল করে ওয়ারেন্ট ইস্যুর নির্দেশ দেন। সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে ২ মামলায় অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট সাঈদ হোছাইন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ অর্ধ শতাধিক আইনজীবী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন