বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শি। তার সাথে কণ্ঠ দিয়েছেন আরেক শিল্পী সন্ধি। বাক বাকুম ভালোবাসা নামের নাটকে তাদের এই গান শোনা যাবে। নাটকটি পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। গানের কথা এবং সুর করেছেন সন্ধি। গত বৃহস্পতিবার সন্ধির স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। সন্ধি বলেন, খুবই রোমান্টিক একটি গান। আশা করি, দর্শকদের ভালো লাগবে। উল্লেখ্য, নাটকটিতে অভিনয় করেছেন নবাগত ইয়ারিশা, আফরান নিশো, সানজিদা প্রীতি সহ অনেকে। গত বছর ডিসেম্বর মাসে নাটকের শুটিং হয়েছে ফরিদপুরে।
মন্তব্য করুন