বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খাালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রোববার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। দুপুর আড়াইটায় মিছিলটি কাঁটাবন মোড় থেকে শুরু হয়ে নীলক্ষেতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দে রিপন ও সাহেল আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সোচ্চার কন্ঠে মিছিলে মূহুর্মূহু শ্লোগান দেন।
এর আগের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন