বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পরিষদের নাম ঘোষনা করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাদের খান, ১ম সহ-সভাপতি খোন্দকার লতিফুর রহমান, ২য় সহ-সভাপতি মোজাহারুল হক শহীদ, সহ-সভাপতি জহির উদ্দিন হায়দার এবং সহ-সভাপতি (অর্থ) হিসেবে নির্বাচিত হয়েছেন মনির উদ্দিন আহমেদ। আজ সোমবার বিজিএপিএমইএ’র পাঠানো বিবৃতিতে এ তথ্য জানা যায়। বিজিএপিএমইএ’র নির্বাচিত পরিচালনা পরিষদের পরিচালকরা হলেন এস এম শহীদুল্লাহ চৌধুরী, সালেহ আহমেদ বাবু, ফিরোজ উদ্দিন হাওলাদার, মো. আব্দুস সাত্তার, মো. আজিজ ফারুক, জহির উদ্দিন আলমগীর, ওমর ফারুক, সৈয়দ শহিদুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, একেএম মোস্তফা সেলিম, জসিম উদ্দিন আহমেদ, ফরহাদ হোসাইন, মো. মনিরুজ্জামান মোল্লা, মো. শরিয়া, মোহাম্মদ হোসাইন আল-ওসমান এবং মোহাম্মদ বেলাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন