স্টাফ রিপোর্টার : রওনক হাসানকে একজন অভিনেতা হিসেবেই বেশি চিনে দর্শক। তবে অভিনয়ের আগে তিন একজন নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে নাটকও পরিচালনা করেন। গত ঈদে একটি নাটক পরিচালনাও করেছেন। এ ধারাবাহিকতায় এবারও নাটক পরিচালনা করছেন। তার নিজের রচিত নাটকই পরিচালনা করবেন। নাটকটির নাম লাইলি মজনু ২০১৬। থ্রিলার ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিতব্য নাটকটিতে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, নাজিরা মৌ ও শিবলী। নাটকটির শুটিং শুরু হবে ২৪ শ্রীমঙ্গলে। ঈদে এটি প্রচার হবে বাংলাভিশনে। নাটকটি প্রযোজনা করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন