বিনোদন ডেস্ক : এমন কিছু মানুষ আছেন যারা মেধা, শ্রম ও নিষ্ঠায় নিজেদেরকে নিয়ে গেছেন সাফল্যের চ‚ড়ায়। বিভিন্ন অঙ্গনের এমন আলো ছড়ানো মানুষদের প্রিয় গান ও গানবিষয়ক গল্প নিয়ে প্রতি শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘আলোর ভুবনে’। রবীন্দ্র সংগীতশিল্পী অদিতি মহসিনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথির সঙ্গে থাকছেন একজন সংগীতশিল্পী, যিনি অতিথির প্রিয় গান গেয়ে শোনান। এবারের পর্বে আজ শনিবার অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্রের অন্যতম শীর্ষ তারকা সারাহ বেগম কবরী। তার প্রিয় গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী মৌটুসী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়–য়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন