বিনোদন ডেস্ক : এশিয়ান টিভিতে প্রতি সপ্তাহে প্রচার চলতি সমসাময়িক বিষয় নিয়ে আড্ডা-আলাপের অনুষ্ঠান মিডিয়া ডায়লগে এবার অতিথি হয়ে এসেছেন দেশের দুই অঙ্গণের দুই গুণী মানুষ মাকসুদুল হক ও শাকুর মজিদ। ব্যান্ড তারকা মাকসুদুল হক দেশীয় রক মিউজিক নিয়ে জনপ্রিয়তার অনন্য অবস্থানে থাকলেও গানের পাশাপাশি তিনি আজীবন লোকগান, বাউলদের নিয়ে গবেষণা করে যাচ্ছেন। অন্যদিকে শাকুর মজিদ পেশায় একজন স্থপতি হলেও লেখক ও নাট্যকার নির্মাতা হিসেবে পরিচিত। তবে এর পাশাপাশি শাকুর মজিদ বাউলদের নিয়ে গবেষণা ও ডকুমেন্টারি তৈরি করেন। দুই অঙ্গনের দুই বিশিষ্ট ব্যক্তির অন্তমিলের কারণে সৃজনশীলতার আসল-নকল নিয়ে কথা বলেন মিডিয়া ডায়লগে। সাংবাদিক-সঙ্গীত পরিচালক তানভীর তারেকের উপস্থাপনায় অতিথিদ্বয় কথা বলেছেন শিল্পী লেখকদের মৌলিকত্ব এবং মেধাস্বত্ত¡ নিয়ে। তানভীর তন্ময়ের প্রযোজনায় অনুষ্ঠানটি এশিয়ান টিভিতে প্রচার হবে আজ রাত ৯টায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন