স্টাফ রিপোর্টার : দুই বছর পর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। দুই বছর আগে তিনি আফসানা মিমির পরিচালনায় পৌষ-ফাগুনের পালা ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এরপর আর কোনো ধারাবাহিকে অভিনয় করেননি। মাঝে মাঝে এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। তাও আবার বিশেষ বিশেষ দিনে। এরই মাঝে তিনি নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন। বরজাহান হোসেন রচিত ও আব্দুল্লাহ রানা পরিচালিত ধারাবাহিকটির নাম মেগা সিটির ভেগাবন্ড। বরজাহান হোসেন বলেন, বন্ধনের অপর নাম ভালোবাসা। আর স্বপ্নের ব্যাখ্যা একেকজনের কাছে একেক রকম। তবে ব্যাখ্যা আর যুক্তি যেটাই হোক স্বপ্ন পূরণের নেশায় বিভোর প্রতিটা মানুষ। যাদের স্বপ্ন পূরণ হয়ে যায় তারাই একেকজন সেলিব্রেটি! নতুন ধারাবাহিকে এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন মৌ। নাটকটিতে আরো অভিনয় করছেন ডলি জহুর, সাবেরী আলম, আহমেদ রুবেল, মাজনুন মিজান প্রমুখ। শিঘ্রই একটি বেসরকারি চ্যানেলে নাটকটির প্রচার শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন