শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার এখন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র কন্যা অলিজা মনোয়ার এখন আন্তর্জাতিক অঙ্গণে সুপরিচিত একজন মেকআপ আর্টিস্ট। বেশ কয়েক বছর আগে ইংল্যান্ডে আইন বিষয়ের ওপর পড়াশোনা করতে গিয়ে অলিজা স্পেশাল ইফেক্ট মেকআপসহ বিভিন্ন ফ্যাশন শো’র মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। বর্তমানে তিনি প্রোস্থেটিক মেকআপের ওপর ইংল্যান্ডে পড়াশোনা করছেন। ইতোমধ্যে এই মেকআপের ওপর আটটি কোর্স সম্পন্ন করেছেন। পাশাপাশি অলিজা লন্ডনের রেডব্রিজ কলেজে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। ফিল্ম, টেলিভিশন ও বিভিন্ন ফ্যাশন শোতে তার করা মেকআপ ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিশ্বখ্যাত প্যারিস ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি কাজ করেন। সেখানের বিখ্যাত মডেলরা তার করা মেকআপ ও হেয়ার স্টাইল নিয়ে শোতে অংশগ্রহণ করেন। এদের মধ্যে রয়েছেন কাইরিয়াকি, এমি ব্রেসলিন, সানচিয়া পালমার, চার্লি স্মিথ, সেলিনা ব্যাসি, মুনওয়ারা আলম, ভেরোনিকা প্ল্যান্টিয়ার, লরা জনসন, ড্যানিয়্যাল ফ্লেচারসহ আরও অনেকে। অলিজা বিখ্যাত ফ্যাশন হাউজ ভোগ এবং জিকিউ-এর ফ্যাশন শো’র মেকআপের কাজও করেন। গত ২৪ মার্চ লন্ডনস্থ কিং স্ট্রিটে কভেন্ট গার্ডেনে ‘আরবান ডিকে’ শীর্ষক ফ্যাশন শোতে মেকআপ দলের টিম লিডার হিসেবে তিনি কাজ করেন। তার আগে গত ১২ মার্চ অক্সফোর্ডের অসমলিয়ান মিউজিয়ামে অনুষ্ঠিত অক্সফোর্ড ফ্যাশন উইক-এ হেয়ার স্টাইলিস্ট হিসেবে সেখানের নামকরা মডেল বেকি মিলার, অ্যামি উইলকিনসন, চার্লি মে, সেলিনা এবং মেকআপ আর্টিস্ট হিসেবে কাইরিয়াকি অ্যারোনিস, মনিকা, এমা ও আনা বেক্সটারের মেকআপ করেন। তার মেকআপ করা একটি সিনেমা আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে। অলিজা শখের বশে মেকআপের ওপর কোর্স ও বিভিন্ন টিভি, ফিল্ম ও ফ্যাশন শোতে অংশগ্রহণ করলেও এখন তা তার কাছে অনেকটা প্রফেশন হয়ে গেছে। তবে তিনি ফ্রিল্যান্স হিসেবেই কাজ করতে চান। দেশে ফিরে এ বছরের শেষের দিকে বা আগামী বছরের জানুয়ারিতে তার মেকআপ করা স্পেশাল ইফেক্টে ‘জম্বি ওয়াক’ নামে একটি শো করবেন বলে জানান অলিজা। এ ব্যাপারে ডিপজল বলেন, অলিজা আমার একমাত্র মেয়ে। ওর যেটা শখ হয়েছে, তাতে আমি বাধা দেইনি। তাছাড়াও এ কাজটি করে আন্তর্জাতিকভাবে বেশ সুনাম কুড়িয়েছে। এটা আমার যেমন গর্ব তেমনি বাংলাদেশেরও গর্ব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Hriday Hasan ৭ মে, ২০১৬, ১১:৪০ এএম says : 0
ওসাম
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন