শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মান্নান হীরা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ এএম

বরেণ্য নাট্যকার, নির্মাতা ও অভিনেতা মান্নান হীরা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার সকালে মগবাজারের তার নিজ অফিসে হৃদরোগে আক্রান্ত হন। ওই সময় তাকে দ্রুত পার্শ্ববর্তী রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে। বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। উল্লেখ্য, মান্নান হীরা আরণ্যক নাট্যদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি নির্মাতা হিসেবে সুপরিচিত। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম, এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গরম ভাতের গল্প ও ৭১-এর রঙপেন্সিল নির্মাণ করেন। মান্নান হীরা রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে, ক্ষুদিরামের দেশে, ফেরারী নিশান, আদাব, ঘুমের মানুষ. মৃগনাভি, ইত্যাদি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন