মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এনিমেটেড অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স’ যৌথভাবে পরিচালনা করেছেন রডনি রথম্যান, পিটার রামজে এবং বব পার্সিচেটি।
বাবার আচরণে ব্রুকলিনের কিশোর মাইলস মোরালেস প্রতিনিয়ত বিব্রত বোধ করে। তার বিব্রত বোধ করার প্রথম কারণ হল পুলিশ অফিসার বাবা প্রতিদিন তার পুলিশের বরাদ্দ করা গাড়িতে স্কুলে পৌঁছে দেয়। এছাড়া তার বাবা স্পাইডার-ম্যানকে ঠিক পছন্দ করে না। স্পাইডার-ম্যান যে তাদের শহরের জন্য এতে কিছু করছে তাদে তার বাবা ঠিক মুগ্ধ নয়।
কিন্তু মাইলস স্পাইডার-ম্যানের এক দারুণ ভক্ত। একবার এক দানবের হাত থেকে স্পাইডার-ম্যান তাকে রক্ষা করলে আরও ভক্ত হয়ে যায় সে। মাইলস স্পাইডার-ম্যানের বন্ধুর মত হয়ে যায়। আর স্পাইডার-ম্যান তাকে নিয়ে যায় স্পাইডার-ভার্সের এক অতুলনীয় দুনিয়ায়। আরও অনেকের সঙ্গে পরিচয় হয় মাইলসের আর সেই স্পাইডার-ম্যানের মত ক্ষমতা অর্জন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন