শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দিনাজপুর শিক্ষাবোর্ডে পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ৩:২৬ পিএম

দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় এবারে পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী।
আজ সোমবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান। এ সময় তিনি জানান, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মোট ৩ হাজার ২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৫৫ হাজার ৭৩২ জন শিক্ষার্থী ২৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ২ লাখ ২ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী। এবারে এইে বোর্ডে ১১টি প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করতে পারেনি আর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে ৩০২টি প্রতিষ্ঠান থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন