যুক্তরাষ্ট্রের কানসাস এলাকায় বিনা দোষে দীর্ঘ ১৭ বছর জেল খাটার পর মুক্তি পেলেন এক নিরপরাধ ব্যক্তি। সেই ব্যক্তির নাম রিচার্ড অ্যান্থনি জোনস বলে জানা গেছে। ১৭ বছর আগে কানসাসে ওয়ালমার্ট পার্কিংয়ে একটি ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয় রিচার্ডকে। কিন্তু রিচার্ড বরাবরই দাবি জানিয়ে আসছিলেন যে তিনি নির্দোষ। দীর্ঘদিন বিচার চলার পর অবশেষে প্রমাণ হয় যে এই অপরাধের পিছনে কোন হাত নেই রিচার্ডের। কিন্তু তাহলে ভুলটা হয়েছিল কোথায়?
আসলে, ওই ঘটনার আসল অপরাধী যে, তাকে দেখতে হুবহু রিচার্ডেরই মতন! তার নাম রিকি আমোস বলে জানানো হয়েছে কানসাস পুলিশের পক্ষ থেকে। একই রকম দেখতে হওয়ার কারণে রিচার্ডকেই রিকি বলে ভুল করে বসে পুলিশ। অবশেষে ভুল বুঝতে করে রিচার্ডকে মুক্তি দেয়া হয়েছে বন্দিদশা থেকে। শুধু তাই নয়, প্রায় ১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ পেতে চলেছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন