শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

#মিটুকে সমর্থনের জন্য অদিতি রাও হায়দরিকে কাজ হারাতে হয়েছে

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এই বছরের শুরুতে টুইটারে #মিটু আন্দোলনকে প্র”ছন্নভাবে সমর্থন জানিয়ে বেকায়দায় পড়তে হয়েছিল অভিনেত্রী অদিতি রাও হায়দরিকে। তিনি সেসময় লিখেছিলেন, চল”িচত্রে শিল্পের কিছু মানুষের শঠতা সোশাল মিডিয়াকে জাগ্রত করেছে, যাতে তাদের আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে যে আচরণে তারা অপরাধী। এই মন্তব্যের কারণে তাকে আট মাস বেকার থাকতে হয়েছে আর এ সময় তিনি কোনও কাজের অফারও পান নি। একটি সংবাদ মাধ্যম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানা এই শঠতার ঘৃণিত প্রভাবে তিনি নিজেও কথা বলতে বাধ্য হয়েছিলেন। তিনি বলেন, “ আমার যাত্রা শুরুর কথা মনে পড়ে, সেসময় আমি ছিলাম খুব সহজ সরল কারণ আমি এক সংরক্ষিত পরিবেশ থেকে এসেছিলাম। এমন সব ঘটনা ঘটে তেমন গুজব সত্য নয় বলেই আমি জানতাম। সত্যি বলতে আমার শুরুটা খুব মন্দ ছিল না। আমি অবশ্য একবার এমন পরিস্থিতিতে পড়েছিলাম, তাতে অবশ্য আমি ক্ষতিগ্রস্ত হইনি। তবে, হ্যাঁ, আমাকে কাজ খোয়াতে হয়েছে। আমাকে বলা হয় এটা কর ওটা পাবে। কিছু না ভেবেই আমি স্থান ত্যাগ করি।” অদিতি মনে করেন, #মিটু অভিযোগগুলোকে আরও গভীরভাবে যাচাই করা প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন