গুজব রটেছে অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যান তার করা প্যাডমে আমিডালার ভূমিকায় সিরিজের আগামী পর্বে ফিরবেন, তবে অভিনেত্রীটি জানিয়েছেন তিন জানেন না আদৌ তা সত্য কি না। অনেক অনেক দূরের সেই গ্যালাক্সিতে তার ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে; প্যাডমে আমিডালা চরিত্রটি ‘স্টার ওয়ার্স : এপিসোড নাইন’ পর্বে ফিরতে পারে এমন কথা শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। তবে চরিত্রটিকে যে পর্দায় প্রাণ দিয়েছিলেন সেই অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যান নিজেই সেই খবর সরাসরি শোনেননি বলে জানিয়েছেন। নির্মাতারা চরিত্রটিকে ফিরিয়ে আনবে কি আনবে না তা এখনও নিশ্চিত নয় তবে ভক্তদের আশা এমনটি ঘটবে। ‘স্টার ওয়ার্স’ সিরিজের প্রিকুয়েল ট্রিলজির প্রথম পর্ব ‘স্টার ওয়ার্স :এপিসোড ওয়ান –দ্য ফ্যান্টম মেনেস’ পর্বে আমিডালার চরিত্রটি প্রথম দেখা যায়। ‘স্টার ওয়ার্স :এপিসোড থ্রি –রিভেঞ্জ অফ সিথ’ পর্যন্ত চরিত্রটি ছিল। তার কাছ থেকে বিষয়টি জানতে চাইলে ন্যাটালি বলেন : “তাই নাকি? আমি এমন কিছু তো শুনিনি। আমার মনে হচ্ছে কথাটি সত্য নয় কারণ আমি এ সম্পর্কে কিছু জানতে পারিনি।” ‘এপিসোড নাইন’ ২০ ডিসেম্বর ২০১৯ মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন