গত মাসের শেষে সাবেক স্বামী করণ সিং গ্রোভার অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করার পর সপ্তাহ খানেক যেতে না যেতেই জানা গেছে জেনিফার উইঙ্গেট তুমুল পার্টি করছে বন্ধুদের সঙ্গে এবং এক বন্ধুর সঙ্গে প্রেম করছেন।
যতটুকু জানা গেছে, জেনিফার করণ সিং গ্রোভারের ঘনিষ্ঠ বন্ধু সেহবান আজিমের সঙ্গেই জোড়া বেঁধেছেন। সেহবান, জেনিফার আর করণ একই সঙ্গে স্টার ওয়ানের ‘দিল মিল গ্যায়ে’ সিরিয়ালে অভিনয় করতেন। সেখানেই তাদের বন্ধুত্ব। ২০১২ সালে জেনিফার আর করণ বিয়ে করেন এবং ২০১৪-তে তারা আলাদা থাকার ঘোষণা দেন। এই বছরই তাদের বিবাহবিচ্ছেদ চ‚ড়ান্ত হয়।
সূত্র জানিয়েছে, জেনিফার করনের বন্ধু সেহবানের সঙ্গে প্রেম করছেন। তারা একই সঙ্গে বিভিন্ন পার্টিতে এবং অনুষ্ঠানে যাচ্ছেন।
কিন্তু একটি বিনোদন পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে সেহবান আজিম এই গুজব বাতিল করে দিয়েছেন। তিনি জানিয়েছে জেনিফার তার খুব ভালো বন্ধু এবং তাদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন