স্টাফ রিপোর্টার : ইউটিউবে প্রকাশ করা হয়েছে হৃদয় খানের নতুন একটি মিউজিক ভিডিও। গত শুক্রবার এটি ইউটিউবে ছাড়া হয়েছে। গানটির শূটিং হয়েছে শ্রীলঙ্কায়। গানটির সুর সঙ্গীতায়োজন করেছেন রাজ। এরইমধ্যে একজন শ্রীলঙ্কান শিল্পীর কণ্ঠে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সঙ্গীত পরিচালক রাজ’র ইচ্ছা গানটিকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পীদের দিয়ে গাওয়ানোর পর তা ভিডিওচিত্র নির্মাণ করে ইউটিউবে প্রকাশ করা। এ ধারাবাহিকতায় আজ থেকে ইউটিউবে পাওয়া যাবে হৃদয়ের কণ্ঠে এই গানটি। হৃদয় বলেন, ‘ভিন্ন ধরনের সুরে এই গানটি শ্রোতাদের ভালো লাগবে আশাকরি। ভিডিওটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।’ হৃদয় জানান, একই গান শিঘ্রই অরিজিৎ সিং’র কণ্ঠে হিন্দী ভাষায় শ্রোতা দর্শক শুনতে পাবেন। এদিকে চলতি মাসের শেষের দিকে হৃদয় খান ‘হৃদয় মিক্স-৪’র কাজ শুরু করতে যাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন