শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্টুডিও ক্রমাকি-এর শুভ উদ্বোধন

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এ্যলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টার (১১ তলা), সুইট নং-১০ এ ‘স্টুডিও ক্রমাকি’ এর শুভ উদ্বোধন হয়েছে। বর্তমান আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র ও নাটকগুলো অধিকাংশই স্টুডিওতে এঋঢ ও ক্রমাকির ওপর চিত্রায়ন করা হয় যা অত্যন্ত দৃষ্টি নন্দন। পরিচ্ছন্ন ও সৃজনশীল স্টুডিও নির্ভর যে কোনো শিল্পকর্ম ও সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে ‘স্টুডিও ক্রমাকি’ সদা প্রস্তুত। এই স্টুডও’র প্রধান বৈশিষ্ট হচ্ছে, ১৮’ ১৪’ সম্পূর্ণক্রমাকী ফ্লোর। এর সঙ্গে আছে অনলাইন এডিটিং প্যানেল ডলি স্টানসহ লাইট, এঋঢ এডিট প্যানেল, ফুল সাউন্ডপ্রæফ স্টুডিও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ টিভির সিইও সালাহউদ্দিন জাকি। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এছাড়াও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিক-লেখক, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডিওটির সিইও প্রকৌশলী মঈন রুমী। প্রধান অতিথি তার বক্তব্যে সংস্কৃতি অঙ্গনে সুস্থ ধারা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সুস্থ ধারার চলচ্চিত্রের উপর বক্তারা বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন