বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জনসচেতনতামূলক তথ্যচিত্রে রুনা খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১:০১ এএম

জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে অভিনয় করলেন অভিনেত্রী রুনা খান। ফারুক আহমেদ টিটুর নির্দেশনায় তথ্যচিত্রের শূটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের একটি লোকেশনে। বিদেশগামী যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই তথ্যচিত্র নির্মিত হয়েছে বলে জানান রুনা খান। বিদেশগামী যাত্রীরা যেন সঠিকভাবে বিদেশ যাবার সব পন্থা জেনে বিদেশ যান সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। রুনা খান বলেন, ‘একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। বিদেশগামী যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই কাজটি করেছি। আমার মাধ্যমে যদি দেশের মানুষের উপকার হয় সেটিই হবে একজন নাগরিক হিসেবে আমার অর্জন। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এই কাজটির সাথে সম্পৃক্ত করেছেন, বিশেষ করে নির্মাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, গত বছর তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমা দুটি মুক্তি পায়। দুটি সিনেমায় রুনা খানের অভিনয় বেশ প্রশংসিত হয়। রুনা খান বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেরও কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। নাটকগুলো হচ্ছে অনিমেষ আইচের ‘জোছনাময়ী’, ‘গুড ব্যাড আগলি’, অঞ্জন আইচের ‘থ্রি মেড’, যুবরাজ খানের ‘ব’তে বন্ধু’, আল হাজেনের ‘সুখের ভেতর অসুখ’, জুয়েল শরীফের ‘আলিবের অষ্টখন্ড’। এছাড়াও তিনি জুয়েল হাসানের দুটি খন্ড নাটক ‘বৌ ভাগ’ ও ‘বাবার বাদশা’তে অভিনয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন