বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একই মঞ্চে গাইবেন অনুপম রায় এবং তাহসান খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। প্রাত্যহিক জীবনের সাবলীল সব গল্প খুঁজে পাওয়া যায় তার গানে। ইতমধ্যে উপহার দিয়েছেন অজস্র অসাধারণ গান। নিজের গাওয়া প্রায় সব গানের গীতিকার ও সুরকার তিনি নিজেই। সুর, কথা আর গায়কী এই তিনে মিলিয়ে জিতে নিয়েছেন লাখো কোটি শ্রোতার ভালোবাসা। জিতে নিয়েছেন জাতীয় শ্রেষ্ঠ গীতিকার, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সংগীত পরিচালক সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। অন্যদিকে বর্তমান সময়ের যেকজন সফল শিল্পীর কথা প্রথমেই আসে তাদের মধ্যে তাহসান খান একজন। অনন্য প্রতীভাবান এই শিল্পী তার গান আর অভিনয়ে সমানভাবে মাতিয়ে রেখেছেন বাংলার দর্শক শ্রোতাদের। গান, অভিনয় ছাড়াও তার রয়েছে বেশ কিছু পরিচয়। তবে তাহসান খান নামটা শুনলেই মনে পতেড় তার গাওয়া সব অসাধারণ গানের কথা। গ্রামীণফোনের সৌজন্যে এই দুই গুণী শিল্পী ঢাকায় একই মঞ্চে গাইবেন, আগামী ৩১ ডিসেম্বর রাত ১০ টায় আরটিভির বিশেষ আয়োজন ‘মনের মানুষ’ ক্লাব এশিয়া-তে। বর্ষ বরণের এ আয়োজনটি সরাসরি দেখা যাবে আরটিভির পর্দায় এবং একই সাথে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে ও গ্রামীণফোনের ফেসবুক পেজ থেকে। এ আয়োজন সম্পর্কে গ্রামীনফোনের হেড অব কমিউনিক্যাশন্স সৈয়দ তালাত কামাল বলেন, গ্রামীণফোন সব সময়ই সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায় নিজেদের স¤পৃক্ত রাখে, সার্বিক বিষয় মাথায় রেখে ইংরেজি বর্ষবরণের এরকম একটি আয়োজনের সাথে থাকতে পেরে তারাও আনন্দিত। অন্যদিকে আরটিভি থেকে জানানো হয়, পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কিছু চমক দিয়ে। অনুপম রায় এন্ড ব্যান্ড ও তাহসান খাঁন দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়। প্রত্যাশা করা যাচ্ছে অনুষ্ঠানটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন